শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিনিধিঃ
গর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় নগর মহাপরিকল্পনা প্রনায়নে কালকিনি পৌরসভায় মতবিনিময় কর্মমালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কালকিনি পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়মে কর্মশালায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক উত্তম কুমার দাশ।
পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসকেএম শিবলী রহমান, কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর<span;>, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল কুমার দাশ, আরবান সিনিয়র প্লানার আইজিইউপি প্রকল্প বিবি খাদিজা, কনসালটেন্ট আরবান প্লানার আইজিইউপি প্রকল্প কে.এম. আবুল বাশার সহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ।