পাবনা জেলা প্রতিনিধিঃ সুজানগর উপজেলার খলিল পুর নতুন বাজার মু্ক্তি যোদ্ধা ক্লাবের সামনে ফাকা রাস্তার উপর ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে।
গত ১৪.১০ ২০২৪ ইং তারিখ (সোমবার)ঘটনার বিবরনে জানা যায় প্রতিদিনের মতোই গত ১৪.১০ ২০২৪ ইং তারিখে ভ্যান চালক মোঃ মোমিন খান(২৯) পিতা মোঃআব্দুল গফুর খান।
ভ্যান নিয়ে মালিকের পন্য ডেলিভারি দিয়ে খলিল পুর বাজারে এলে রবিন মন্ডল পিতা হেলাই মন্ডল সাং মুরারীপুর,ইউনিয়: সাগরকান্দি, থানা: আমিন পুর, রবিন সহ আরো ৪/৫ জন ব্যাক্তি তাহার ভ্যান গতিরোধ করে মোমিনের কাছ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনতাই করতে গেলে মোমিন চিৎকার করে।
চিৎকার শুনে আশেরপাশে পাশের লোক ছুটে এলে দেখতে পায় আহত মোমিনকে ধারালো অস্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘারের উপর ধারালো অস্ত্র দারা আঘাত করে সাথে সাথে মাটিতে পড়ে যায়।
আহত মোমিনের নিকট হতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে দ্রত ঘটনাস্থল ত্যাগ করে। আহত মোমিনের অবস্থা গুরুতর হওয়াতে স্থানীয়রা তাকে সি এন জি করে পাবনা সদর হাসপাতালে নিয়ে আসে এবং মুমিনের অবস্থা ভালো না।
অনেক দিন যাবত কিশোর বাহিনী নামে কিশোর গ্যাং তৈরি করার চেষ্টা করছেন। ঘটনার পরদিন কিছু বহিরা গতো কিশর দের কে নিয়ে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র শহ খলিলুর নতুন বাজারে মহড়া দিয়েছেন।
১৫/১০/২০২৪ইং তারিখে আমিন পুর থানায় আহত মমিন খানের বাবা গফুর খান অভিযোগ দায়ের করেন।সেদিন আনুমানিক বিকেল পাঁচটার সময় খলিলপুর নতুন বাজারে অভিযোগকারী গফুর খানের আত্মীয়কে আসামির বাবা হেলাই মন্ডল লোকজন নিয়ে পথ রুদ্ধ করে এবং তাকে গালি গালাজ সহ হাত পা ভেঙ্গে দেয়ার এবং হাত পায়ের রগ কেটে দেয়ার হুমকি প্রদান করে।
তাৎক্ষণিক আমিনপুর থানাধীন তালিম নগর ফাড়ির পুলিশ উপস্থিত হন এবং বাজারের লোকজন পরিবেশ শান্ত করেন। সাথে সাথে বাদীর পক্ষ থেকে আমিনপুর থানার ওসি মহোদয় কে বিষয়টি জানানো হয়।
এব্যাপারে আমিনপুর থানা অফিসার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি জানান থানায় মামলা হয়েছে।
আমরা আসামি ধরার চেষ্টা করছি। সে এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে আছেন। আমরা পা মাত্রই তাকে গ্রেফতার করবো এবং আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।