শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও কালকিনি পৌরসভার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. লিমন হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাকিব হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।