সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে সামনে থেকে উপজেলা যুবদলের আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এসে শেষ করে , পরে যুবদল নেতা শামীম মোল্লার সভাপতিত্বে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে অসহায় ও দুস্থ্যদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা প্রধান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিমউদ্দীন, বি এন পি নেতা সিরাজুর রহমান শিরু বেপারি, বি এন পি নেতা জব্বার হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা মোহাব্বতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।