শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও কালকিনি প্রেসক্লাবের দাতা সদস্য কালকিনি পৌরসভার ৭নং ওর্য়াডের উত্তর রাজদী নিবাসী মোঃ মাসুদ হাওলাদারের দ্বিতীয় পুত্র মো. মোস্তাকিমের আকিকা অনুষ্ঠান উপলক্ষে এলাকার জনগণের সাথে কুশল বিনিময় ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৩নভেম্ব) দুপুরে তার নিজ বাড়ীতে তিন সহস্রাধিক আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৩ নভেম্বর মাসুদ হাওলাদার দ্বিতীয় পুত্র মো.মোস্তাকিম জন্মগ্রহণ করেন। সেই উপলক্ষে এলাকার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে নিয়ে দোয়ার মাধ্যমে আকিকা অনুষ্ঠান সম্পূর্ণ করেন
এই অনুষ্ঠানের বিষয়ে মো. মাসুদ হাওলাদার জানান, আমি প্রবাসে ব্যবসা করি আমার দীর্ঘদিনের স্বপ্ন এলাকার সর্বস্তরের জনগণের পাশে থেকে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানুষের সেবা করা, তাই আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার পুত্র সন্তানের আকিকা অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল মানুষের সাথে একত্রিত হতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি আমি যেন ভবিষ্যতেও গরিব-দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি।
ভবিষ্যতে কোন রাজনৈতিক ইচ্ছা আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমার কোন রাজনৈতিক ইচ্ছা নেই তবে যদি এলাকার জনগণ রাজনৈতিক অঙ্গনে আমাকে চায় সময় সাপেক্ষে ভেবে দেখা হবে। আপাতত আমার কোন রাজনৈতিক ইচ্ছা নেই।