শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আলোচনা সভা ও ৫জন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সন্ঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, প্রধান শিক্ষিকা হোসনেয়ার বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শেফালী বালা, রোকেয়া, জহরা খাতুন, নুসরাত জাহান ও জাহানারা বেগমকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিগণ।