[caption id="attachment_1459" align="alignnone" width="300"] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।[/caption]
শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক।
মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আনলোড করার দায়ে ড্রেজার মেশিনের পাইপ বিনষ্ট করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাহেবরাপুর ইউনিয়নের আন্ডারচর হাচেন আকন হাটের পার্শ্ববর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় উক্ত আনলোড ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ২০টি পাইপ বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। এসময় কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় কালকিনি থানা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।