গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মাওলা সেরনিয়াবাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন মেদাকুল বিএমএস ইনিস্টটিউট বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি এসএম মনিরুজ্জামান, জনপ্রিয় নিউজপোর্টাল স্মার্ট সংবাদ এর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত গৌরনদী সংবাদদাতা আরিফিন রিয়াদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম সেন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম ইলিয়াস, খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সুধীর দাস, কাজী আব্দুস সাত্তার, মেদাকুল মসজিদ কমিটির সাবেক সভাপতি মোঃ সোবহান আকন সহ অন্যান্যরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।