শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারী দুপুরে কালকিনি উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ইউকে লিজেন্ড একাদশকে ৩ উইকেটে পরাজিত করে পৌরসভা ৭নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন হয়।এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইউকে লিজেন্ড একাদশ প্রথমে ব্যাট করে ১৫৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ব্যাটসম্যান সজল। জবাবে ব্যাট করতে নেমে ৭ নং ওর্য়াড একাদশ ৩ বল হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন ওপেনার রায়হান আহমেদ। বিজয়ীদের হাতে (চ্যাম্পিয়ন ট্রফি ও একটি মোটরসাইকেলের চাবি) পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাহবুব মুন্সি, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জসিমউদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সসদস্য সচিব সাইফুল ইসলাম , উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বেপারী, কালেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, কলেজ ছাত্রদলের সদস্য সচিব শহীদ বেপারীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মিরা।
বিজয়ী দল ৭ নং ওয়ার্ড যুব সমাজ একাদশের পৃষ্ঠপোষক দুবাইয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ হাওলাদার বলেন, যুব সমাজের উন্নয়নে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে মাদক ও মোবাইলে আশক্ত হয়ে পড়েছে যুব সমাজ। তাই সেখান থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে খেলাধুলা। আমি অত্যন্ত খুশি আমার দল চ্যাম্পিয়ন হওয়ায়। ভবিষ্যতেও খেলাধুলাসহ সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করতে চাই।