মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুরের কালকিনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সমিতিরহাট আবা-খালেদ উচ্চ বিদ্যালয় মাঠে এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, আলীনগর, বাঁশগাড়ী ও লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচ সহস্রাধিক মানুষের অংশ গ্রহনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল বেপারী, যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সিকদার, উপজেলা যুবদল নেতা শাশীম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব নাজমুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কাওছার হোসেন নান্না, এইচ এম তুহিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম, সদস্য সচিব মো: শাহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।