আরিফিন রিয়াদ, (গৌরনদী) বরিশাল
বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক গরিব ও দুঃস্থদের মাঝে গৌরনদী জাতীয়তাবাদী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক সরদার, উপজেলা বিএনপির সদস্য মজিবুর সরদার আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার ফেরদৌস হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক এমদাদ শিকদার, বারেক সরদার,যুবদল নেতা লিটন হাওলাদার, এনাম তালুকদার, ফরিদ কাজিসহ অন্যান্যরা।
অনুদানের আর্থিক সহায়তা প্রদান করছেন ইতালির ভারেজ বিএনপির সাধারণ সম্পাদক, ইউরোপ ইতালির কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার, ইতালি প্রবাসী রেজাউল শিকদার, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মাইনুল ইসলাম, কাতার প্রবাসী মেজবা তালুকদার, সৌদি প্রবাসী নুরুল ইসলাম তালুকদার, সিঙ্গাপুর প্রবাসী আমির হোসেন, সরদার শাকিল, মহাসিন তালুকদার, সৌদি প্রবাসী বজলু তালুকদার।