মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ(বরিশাল) সংবাদদাতা ৷
বরিশালের বাকেরগঞ্জে ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয় ৷
১৯৬৭ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, কনসার্টসহ নানা আয়োজনে সাজানো হয় পুরো অনুষ্ঠান। স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই ফিরে যান স্কুল ক্লাস রুমে।
বুধবার (২এপ্রিল)১৯৬৯ ব্যাচের প্রাক্ত ছাত্র মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় ৷ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রাক্তন ছাত্র এবং সিনিয়র শিক্ষক গাজী ওবায়দুল হক বাদল ৷ বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম ৷
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন খান মকবুল হোসেন, হায়দার আলী সরদার, আবুল কালাম আজাদ, মো. আনোয়ার হুসাইন মোল্লা, আব্দুস সালাম, বসির আহম্মেদ শিকদার, কেএম শফিউল্লাহ, এইচ.এম জাকির হোসেন, আহসান হাবিব মোল্লা, নাসির উদ্দিন রিপন, আবুল কালাম আজাদ, অসীত রঞ্জন সুর, মির্জা শহীদুল আলম, জাকির হোসেন খান, মজিবুর রহমান আকাশ, সহ মোট ৮শত জন প্রাক্তন ছাত্র-ছাত্রী ৷
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি সকলের প্রচেষ্ঠায় আরও সুসংগঠিত হবে ৷ এ সমিতি প্রাক্তন শিক্ষার্থীদের কল্যানে এগিয়ে যাবে ৷ প্রাক্তন ছাত্র গাজী ওবায়দুল হক বাদলকে সভাপতি ও মির্জা শহিদুল আলমকে সাধারন সম্পাদক ঘোষনা করে নতুন কমিটির করা হয় ৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক চেষ্টার পর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনীর আয়োজন করা সম্ভব হয়েছে। এ ধরনের আয়োজন প্রতিবছর করা যেতে পারে। আজকে অনুষ্ঠান ইতিহাস হয়ে থাকবে ৷ স্মৃতিচারণা অনুষ্ঠানে কর্মময় জীবনের সব স্মৃতি ভুলে গেলেও ছাত্রজীবনের সহপাঠীদের ভোলা যায় না। তাই সেই সোনালি দিনগুলো স্মরণ করতে আমাদের এ পুনর্মিলন।
প্রাক্তন ছাত্ররা আরো বলেন, রিইউনিয়নের মাধ্যমে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের ধারাবাহিকতায় একধাপ এগিয়ে গেলাম এবং প্রতিবছরই এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা ধাকবে এবং অ্যাসোসিয়েশন মাধ্যমে প্রতিষ্ঠানের অবোকাঠমোতগত উন্নতির পাশাপাশি যেনো সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করতে পারি সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।