গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
চাচাতো ভাইয়ের স্ত্রীকে উত্যক্তদের ঘটনায় সালিশ বৈঠকে শাহিন সরদারকে (৫০) প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামের। বুধবার রাতে শাহিনের নিজবাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তাকে জুতাপেটা করা হয়।
সালিশ বৈঠকে থাকা ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একই বাড়ির ছোট চাচাতো ভাইয়ের সহজসরল স্ত্রীকে বøাকমেইল করে উত্যক্ত করে আসছিলো তিন সন্তানের জনক শাহিন সরদার। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর এনিয়ে বুধবার রাতে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শাহিন দোষী সাব্যস্ত হওয়ায় শাহিনের স্ত্রীকে তাকে প্রকাশ্যে জুতাপেটা করে। তবে অভিযুক্ত শাহিন সরদার বিষয়টি অস্বীকার করেছেন। সালিশ বৈঠকে উপস্থিত থাকা সাহাবুদ্দিন সিকদার জানিয়েছেন, এলাকার অনেক লোক সালিশ বৈঠকে ছিলো। আমরা শুধু ঘটনাটি শুনেছি। সেখানে শাহিন দোষী সাব্যস্থ হওয়ার শাহিনের স্ত্রী তার বিচার করেছে।