শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় আলাউদ্দিন মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ওই ক্লিনিকের লাইসেন্স, দক্ষ জনবল ও চার্জ ফির দৃশ্যমান তালিকা না পাওয়ায় উক্ত ক্লিনিক কে ১০ হাজার টাকা জরিমানা পূর্বক তা আদায় করা হয়েছে এবং বিধি মোতাবেক সকল বিষয় মেনে চলতে সতর্ক করা হয়েছে।
এসময় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান এবং কালকিনি থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।