Loading Now

কাল‌কি‌নিতে ইং‌লিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

print-news কাল‌কি‌নিতে ইং‌লিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

inbound6589239110928297003-300x169 কাল‌কি‌নিতে ইং‌লিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে মাদারীপু‌রের কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মীতে আয়োজিত ইংরেজি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার স্কুল মা‌ঠে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম.হেমা‌য়েত হো‌সেন এর সভাপ‌তি‌ত্বে ইং‌রে‌জি সপ্তাহের সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসাবে উপস্থিত ছি‌লেন উপজেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌ম‌ি)মাহাবুবা ইসলাম।

অনুষ্ঠানে ইং‌রে‌জি শিক্ষক সমতল গাই‌নের সঞ্চালনায় ও সি‌নিয়র শিক্ষক আ‌নোয়ার হো‌সের এর সা‌র্বিক প‌রিচালনায় আ‌রও উপ‌স্থিত ছি‌লেন প্র‌তিষ্ঠা‌নের সহকা‌রি প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, ধর্মীয় শিক্ষক আবুল বাসার, ইংরে‌জি শিক্ষক হেমা‌য়েত হো‌সেন, বি.এস‌.সি শিক্ষক  জামাল হো‌সেন, সি‌নিয়র শি‌ক্ষিকা মমতাজ বেগম, সি‌নিয়র শিক্ষক মোঃ জা‌হিদুর রহমান, সি‌নিয়র শিক্ষক তরুণ কা‌ন্তি দে, তাপস মজুমদার, অশ্রু কুমার অ‌ধিকারী, আসাদুজ্জামান, প‌লি বিশ্বাস, প‌রি‌তোষ মন্ডল, কামরুল ইসলাম শ‌হিদু্ল ইসলাম, আ‌বিদা সুলতানা সহ অন‌্যান‌্য শিক্ষক মন্ডলী, অ‌ভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ