আগৈলঝাড়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগীর গুরুতর অবস্থা।

বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়ায় পল্লী চিকিৎকের ভুল চিকিৎসায় সাব্বির হাওলাদার নামে এক রোগী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই অসুস্থ্য রোগীকে চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দিয়েছে পল্লী চিকিৎসক পলাশ অধিকারী। পলাশ অধিকারির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজীব।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ী গ্রামের সাইদুল হালদারের ছেলে ছাব্বির হাওলাদার গত ৮ই মে বিকেলে পেটে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে যায় আস্কর বাজারের পল্লী চিকিৎসক পলাশ অধিকারীর কাছে। পলাশ অধিকারী ১শত টাকা ভিজিট নিয়ে চিকিৎসাপত্রে এন্টিবায়টিকসহ ঔষধ লিখে দেন এবং তিনদিন পরে রোগী সাব্বির হাওলাদারকে আসতে বলেন। রোগীর পেটে ব্যথা ভাল না হওয়ায় পরবর্তিতে পল্লী চিকিৎসক পলাশ অধিকারী রোগীকে পরীক্ষার জন্য টেস্ট দেন আর সেই টেস্ট দেখে নতুন করে ঔষধ লিখে দেন তিনি। আর সেই ঔষধ খেয়ে চোখ, পেট, গলা ফোলাসহ শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বির হাওলাদারের। পলাশ অধিকারীকে জানালে এলার্জির সমস্যা বলে এলাট্রল খেতে বলে সাব্বিরকে। ওই ঔষধ খাওয়ার পর রোগী সাব্বিরের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পরে রোগীকে গুরুতর অবস্থায় প্রথমে বেসরকরি হাসপাতালে নেওয়া হলে তারা আগৈলঝাড়ার সরকারী হাসপাতালে নিতে বলেন। উপজেলা সরকারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিতে বলেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা জানান ভূল চিকিৎসায় ছাব্বির হাওলাদারের এই অবস্থায় হয়েছে। এ কারনে গত ২১ মে রাতে রোগী ছাব্বির হাওলাদার ভূল চিকিৎসা করায় তার ক্ষতিপূরন চেয়ে পলাশের চেম্বারে যান। পল্লী চিকিৎসক পলাশ অধিকারী রোগীর চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।
এব্যাপারে রোগী ছাব্বিরের পিতা সাইদুল হাওলাদার বলেন, পলাশ অধিকারীর ভুল চিকিৎসায় আমার ছেলে গুরুতর অবস্থায় হয়েছে। পরে বরিশালে চিকিৎসা দেওয়া হলে আমার ছেলে সাব্বির বর্তমানে কিছুটা সুস্থ্য রয়েছে।
এঘটনায় পল্লী চিকিৎসক পলাশ অধিকারী সাংবাদিকদের বলেন, রোগী আসছে বলে আমি চিকিৎসাপত্র দিয়েছি। তবে পল্লীচিকিৎসক পলাশ অধিকারী কোন কলেজ থেকে এইচএসসি পাশ করেছে তা বলতে পারেনি।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মোর্শেদ সজীব সাংবাদিকদের বলেন, পলাশ অধিকারির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে।
Share this content:
Post Comment