Loading Now

কালকিনিতে ৩৬টি বকনা বাছুর বিতরণ

print-news কালকিনিতে ৩৬টি বকনা বাছুর বিতরণ

inbound5414293352182411396-300x225 কালকিনিতে ৩৬টি বকনা বাছুর বিতরণমোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মস্থানের লক্ষে ৩৬ জন প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

inbound3355326019762591986-300x170 কালকিনিতে ৩৬টি বকনা বাছুর বিতরণ

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে এই গরু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান ও কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব কুমার ও বিএনপি নেতা নাসিরুদ্দিন ফকির লিটনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ