কালকিনিতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
‘দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের তিন জন করে মোট ৩০জন ও রচনা প্রতিযোগিতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের দু’জন করে মোট ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জান, উপজেলা আইসিটি অফিসার আরিফুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক নারগিস আক্তার রেখা।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষার্থীরা, দ্বিতীয় স্থান অধিকার করে ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষর্থীরা। রচনা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষর্থীরা ও দ্বিতীয় স্থান অধিকার করে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষার্থীরা। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথাম ও দ্বিতীয় স্থান অধিকার করে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষার্থীরা।
পরে প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বি.এম হেমায়েত হোসেন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এসময় ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Share this content:
Post Comment