Loading Now

কালকিনিতে তিনটি ফার্মেসীতে অর্থদণ্ড

print-news কালকিনিতে তিনটি ফার্মেসীতে অর্থদণ্ড

inbound6538188755175644541-300x201 কালকিনিতে তিনটি ফার্মেসীতে অর্থদণ্ড

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসীতে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অর্থদণ্ডাদেশ দেন।

inbound5193688725750211790-300x179 কালকিনিতে তিনটি ফার্মেসীতে অর্থদণ্ড

উপজেলা প্রশাসন জানান, কালকিনি বাজারে এবং ভূরঘাটা এলাকায় বিভিন্ন ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফিজিশিয়ান স্যাম্পল দোকানে রাখা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ আলাদা করা পূর্বক প্রদর্শনীর বাহিরে না রাখার জন্য আর.কে মেডিসিন কর্নার, কালকিনি চৌধুরী ড্রাগ সেন্টার ও ভূরঘাটা
রূপকথা ড্রাগ হাউস এই তিনটি ফার্মেসীকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানাপূর্বক তা আদায় করা হয়েছে।

এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি ও কালকিনি থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ