কালকিনিতে যুবলীগ নেতার পক্ষে বিএনপির ব্যানারে মানববন্ধন, উপজেলা বিএনপির নিন্দা

কালকিনি উপজেলার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদের পক্ষে সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সাহেবরামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মাহবুবুর রহিম মুরাদ এক সময় সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, পরবর্তীতে ক্ষমতার পালা বদলের সাথে সাথে রং বদলিয়ে তিনি আওয়ামীলীগের যোগ দিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমাবেশে অংশ গ্রহণসহ বিএনপি বিদ্বেষী বক্তব্য দিতে দেখা যায়।
বিগত ইউনিয়ন নির্বাচনে মোটা অংকের টাকার বিনিময়ে নৌকার টিকিটে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ করেন ততকালীন স্থানীয় এমপি আব্দুস সোবহান গোলাপের কাছে। নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে বেশ কয়েকদিন ধরে মাহবুবুর রহমান মুরাদের অতীত রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ফেসবুক লেখালেখি করে একটা গোষ্ঠী তারই প্রতিবাদে ইউনিয়ন বিএনপির ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে করেই উপজেলা বিএনপি, যুবদলে, ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুবুর রহিম মুরাদ সাংবাদিকদের কাছে মুঠো ফোনে বলেন, একটি গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাই আর আওয়ামী লীগ দিয়ে মানববন্ধন করানো সম্ভব না হওয়ায় বিএনপি’র লোকজন দিয়ে মানববন্ধন করিয়েছি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সাহেব রামপুর ইউনিয়নে আমাদের কোন কমিটি নেই। যারা এই কাজ করেছে তারা ছাত্রদলের নেতাকর্মী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে একটি কুচক্রী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Share this content:
Post Comment