কালকিনিতে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মাদারীপুরের কালকিনিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানী হানাদার বাহিনীদের হত্যার শিকার হন এ দেশের বুদ্ধিজীবীরা। বাংলাদেশকে মেধাশূন্য করতেই এ হত্যাযোগ্য চালায় পাক হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর বাহিনীর সদস্যরা।
সে দিনকে স্মরণ রাখতে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে গণহত্যা খ্যাত উপজেলার ভূরঘাটার লালব্রীজে এই মোমবাতি প্রোজ্জ্বলনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযুদ্ধা সাহাদাত হোসেন, উপজেলা বিএনপির নেতা মিজানূর রহমান মিজান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।
Share this content:
Post Comment