কালকিনিতে মৃৎশিল্পের উন্নয়নে মৃৎশিল্পীদের মাঝে আধুনিক নির্মান সামগ্রী বিতরণ

সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধি:
দারিদ্র্য নিরসন কর্মপরিকল্পানা (PRAP) এর আওতায় মাদারীপুরের কালকিনি পৌরসভাধীন পালপাড়ার মৃৎশিল্পীদের দারিদ্র্য নিরসন এবং মৃৎশিল্পীদের উন্নয়নে কালকিনি পৌরসভার উদ্যোগে মটরসহ আধুনিক মৃৎশিল্পের নির্মান সামগ্রী ও নগদার অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় কালকিনি পৌরসভার আওতাধীন পালপাড়ায় স্থানীয় দারিদ্র্য ২১টি মৃৎশিল্পী পরিবারকে নগদ অর্থ ও টি পরিবারের মাঝে মৃৎশিল্পের আধুনিক নির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা: ইয়াসমিন আক্তার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম,কালকিনি অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, পৌর প্রকৌশলী মো: রাকিবুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ লিটন ও সহকারী প্রকৌশলী মোঃহোসাইনসহ দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলরগন পৌরসভার কর্মকর্তা বৃন্দ।
এর আগে সকালে প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার কালকিনি থানা ও উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও উপজেলা ক্রিয়া সংস্থার কার্যালয় উদ্বোধন করেন।
Share this content:
Post Comment