গৌরনদীতে সাংবাদিককে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাইবার ট্রাইবুন্যালে মামলা।

গৌরনদী প্রতিনিধি: গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক, আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গৌরনদী পৌরসভার আশোকাঠি গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকিরকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি এবং গোরক্ষডোবা গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন মিয়া (৫১) বাদি হয়ে বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেছে। বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদী এজাহারে বলা হয়, গৌরনদী পৌরসভার আশোকাঠি গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সম্প্রতি সময়ে গৌরনদী প্রেসক্লাব ও আহবায়ক গিয়াস উদ্দিনকে জড়িয়ে মাদকের সাথে সম্পৃক্ততা, অশালীন, কটুক্তি পূর্ণ, ও মিথ্যা তথ্য প্রচার করেন। এসব পোস্টে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া তার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন, অবমাননাকর এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করা হয়েছে। গত ৮ মে গৌরনদীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তুহিন ফকির গিয়াস উদ্দিন মিয়াকে মাদক ব্যবসায়ী, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে প্রচারনা চালান। সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া বলেন, আমার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ প্রচারনা উদ্দেশ্য প্রণোদিত । এ ধরনের অপপ্রচার আমার ও আমার পরিবার সামাজিক ও পেশাগত মর্যাদাকে আঘাত করেছে। তিনি আরও বলেন, অভিযুক্ত তুহিন ফকির কোনো বৈধ গণমাধ্যমে কর্মরত নন । অভিযোগের বিষয়ে টিএম তুহিন সংবাদ কর্মিদের বলেন, আমি কারো নাম ম্যানশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি নাই। কেউ আমার বিরুদ্ধে মামলা দিলে তা আইনি ভাবে মোকাবেলাকরাহবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, মামলার কপি হাতের পাওয়ার পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Share this content:
Post Comment