Loading Now

কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

print-news কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

inbound1596507324751897362-300x195 কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমান

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে সার ও বীজের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,সারের অতিরিক্ত মূল্য রাখা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে উক্ত ব্যবসায়ীকে ৫০০০/- টাকা জরিমানাপূর্বক তা আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের এই অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মান্নান হোসেন ও কালকিনি থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ