Loading Now

কালকিনিতে ছাত্রদল নেতা নাহিনের গণসংযোগ, নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয়

print-news কালকিনিতে ছাত্রদল নেতা নাহিনের গণসংযোগ, নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয়

inbound1035397268307078841-300x169 কালকিনিতে ছাত্রদল নেতা নাহিনের গণসংযোগ, নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয়

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত, ত্যাগি ও ছাত্র-জনতার আনন্দলনে যাদের ভূমিকা ছিলো তাদের সাথে স্বাক্ষাত ও গণসংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান নাহিন।
আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্র জনতাদের সাথে বিগত দিনের অন্যায় অবিচার ও আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা করেন।

এর আগে সকালে কালকিনি উপজেলার ছাত্র-জনতা মস্তফাপুর থেকে কালকিনি উপজেলা পর্যন্ত মটরসাইল ও গাড়ি বহরে করে এগিয়ে আনেন তাকে। এর পর সকাল ১১টার সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাত করেন কামরুজ্জামান নাহিন। দুপুরে উপজেলার মিয়ার হাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রিদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

inbound6023062909808271316-300x169 কালকিনিতে ছাত্রদল নেতা নাহিনের গণসংযোগ, নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয়

এসময় তিনি বলেন, যারা জাতীয়তাবাদী বিশ্বাস করে, তারা সবাই দীর্ঘদিন নির্যাতন অত্যাচারের শিকার হয়ে জাতীয়তাবাদী পতাকার ঝান্ডা উত্তোলন করে রেখেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান (নাহিন)।  দীর্ঘদিন কালকিনি এলাকার মানুষ বিশেষ করে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে।

inbound336505573780282996-300x169 কালকিনিতে ছাত্রদল নেতা নাহিনের গণসংযোগ, নির্যাতিতদের পাশে থাকার প্রত্যয়

এ সময় তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবেও  রিমান্ডে ছিলাম, একাধিকবার জেল খেটেছি, মামলার শিকার হয়েছি। ইনশাআল্লাহ এখন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে এবং এই গণতন্ত্র এখন যেন বেশি বিকশিত হয়। কালকিনিতে যারা দীর্ঘদিন ত্যাগ, নির্যাতনের শিকার হয়েছে তাদের খোঁজখবর নেয়ার জন্য এবং এখানে যারা  শিক্ষার্থী আছে বিশেষ করে ছাত্রজনতাদের এই আন্দোলনে যে ভূমিকা ছিলো তাদের মনের কথা শুনতে আসছি।

এ সময় উপস্থিত ছিলেন, রাকিব হাওলাদার সভাপতি সাহেব রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, রুহুল আমিন হাওলাদার সভাপতি প্রার্থী সাহেব রামপুর ইউনিয়ন যুবদল, আরিফ হাওলাদার সাবেক সহ-সভাপতি কালকিনি উপজেলা ছাত্রদল, নুরুজ্জামান আরাফাত এ্যাডভোকেট ঢাকা জজকোর্ট, বেলাল মীর সাবেক আহবায়ক সাহেব রামপুর ইউনিয়ন ছাত্রদল, লিটন শিকদার সাধারণ সম্পাদক প্রার্থী, সাহেব রামপুর ইউনিয়ন যুবদল, আকন মো: মনির সাধারণ সম্পাদক ঢাকা কলেজ মাদারীপুরস্থ ছাত্র কল্যান সম্পাদক। কামরুজ্জামান নাহিন বলেন, সব সময় আমি আপনাদের পাশে ছিলাম আগামিতেও আপনাদের পাশে থাকবো ইনশাআইল্লাহ।

 

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ