Loading Now

গৌরনদী ( হোসনাবাদে) শিক্ষার মান উন্নায়নে সুধি সমাবেশ অনুষ্ঠিত

print-news গৌরনদী ( হোসনাবাদে) শিক্ষার মান উন্নায়নে সুধি সমাবেশ অনুষ্ঠিত

 

নিউজ ডেক্স :গৌরনদীর সরিকলের হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজর হল রুমে ২৮ এপ্রিল সোমবার বেলা ১১ টায় একে নূরউদ্দিন আহমেদ্দের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, সরিকল ইউনিয়ন জাতীয়তাবাদি দল বিএনপি ‘র সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বাসার, মোঃ শাহাবুদ্দিন শিকদার শিহাব আহবায়ক কমিটির সদস্য সরিকল ইউনিয়ন বিএনপি, গভানিং বডি মোঃ অহিদুজ্জামান প্রমুখ। উপস্থিত শিক্ষক ও অনুষ্ঠানে আগমনি অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,শিক্ষার মান উন্নয়নে শিক্ষার বিকল্প নাই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার দিকে মনোনিবেশ হতে হবে। তারা আরো বলেন, যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ