Loading Now

গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

print-news গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নিউজ ডেক্স :বরিশালের গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন।

তিনি জানান, উত্তর নাঠৈ গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বসতঘর ও সংলগ্ন রান্নাঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে জাকির হোসেনের মূল বসতঘরসহ পাশের রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তেই তা দুইটি ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যরা কোনরকমে প্রাণ নিয়ে বের হয়ে এলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়দের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি তদন্ত সাপেক্ষ বিষয় বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ