Loading Now

সরকার সব সময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে… ইউএনও রুমানা আফরোজ ৷

print-news সরকার সব সময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে... ইউএনও রুমানা আফরোজ ৷

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা ::

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়তো সেটা ফেরত দিতে পারব না, তবে সরকার ও উপজেলা প্রশাসন সুখে-দু:খে সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে ৷ তিনি মঙ্গলবার (১৩ মে) বেলা ১২ টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া অনুদান জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ৷
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷
অনুষ্ঠানে ২৯জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফাসার রুমানা আফরোজ ।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ