বাকেরগঞ্জে ব্র্যাকের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ( বরিশাল) সংবাদদাতা:বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে, ২৫ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাক সোশ্যাল কমপ্লিয়েন্সের শিখা প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা কো- অর্ডিনেটর বিভাষ চন্দ্র তরফদার ও শিখার টেকনিক্যাল ম্যানেজার তৌহিদুর রহমান।
এ ছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ ও স্থানীয় গণমাণ্য ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
Share this content:
Post Comment