কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকি পালন

শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা শহিদ মিনার চত্তরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রী মেডিকেল ক্যাম্পিং ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা শিকদার মোঃ মামুনের সভাপতিত্বে যুবদল নেতা মোঃ তুহিন হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো লতিফ বেপারী, যুবদল নেতা কাওসার হেসেন নান্না, যুবদল নেতা সুমন কাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে অসহায় ও দুস্থ্যদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা প্রধান করা হয়। পরে উপজেলা পরিষদের বিভিন্ন যায়গায় বৃক্ষ রোপন করে দলটির নেতা কর্মিরা।
Share this content:
Post Comment