Loading Now

নিউজ প্রচারের পর একদিনের মধ্যেই প্রতিবন্ধী ভাতায় অন্তর্ভুক্ত

print-news নিউজ প্রচারের পর একদিনের মধ্যেই প্রতিবন্ধী ভাতায় অন্তর্ভুক্ত
inbound2611363202260428713-300x183 নিউজ প্রচারের পর একদিনের মধ্যেই প্রতিবন্ধী ভাতায় অন্তর্ভুক্ত
ডাসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মশিউর রহমান অসহায় পরিবারের পাশে।

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

ডাসারে মানবেতর জীবনযাপন তিন প্রতিবন্ধী বোনের, চান মানবিক সহায়তা” এই শিরোনামে নিউজ প্রকাশের পরপরই ঐ তিন অসহায় প্রতিবন্ধীদের বাড়ি পরিদর্শন করে একদিনের মধ্যেই প্রতিবন্ধীদের ভাতায় অন্তর্ভুক্ত করে ডাসার উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খুব সকালে ডাসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মশিউর রহমানের নেতৃত্বে দুই সদস্যের একটি দল ঐ প্রতিবন্ধী তিন বোনদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং বাকি দুই বোনকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসেন।

inbound7496872997085916098-1-300x169 নিউজ প্রচারের পর একদিনের মধ্যেই প্রতিবন্ধী ভাতায় অন্তর্ভুক্ত
উল্লেখ্য, গত ৪ নভেম্বর কয়েকটি জাতীয় পত্রিকাসহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে একই পরিবারের প্রতিবন্ধী তিন বোনের মানবেতর জীবনযাপন সহ বিভিন্ন শিরোনামে নিউজ প্রকাশিত হয়। পরে তাৎক্ষনিক প্রশাসনের নজরে এলে ওই অসহায় পরিবারের পাশের দাঁড়ায় উপজেলা প্রশাসন।

এ সময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা
মোঃ মশিউর রহমান বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ঐ বাড়ীতে গিয়ে তাদের খোঁজ খবর নেই এবং বাকি দুই বোনদের একদিনের মধ্যেই প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসি। ওই অসহায় পরিবারের পাশে উপজেলা প্রশাসন সব সময় থাকবে বলে জানান তিনি।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ