কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ইং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান।
খেলায় ধারাভাষ্যে ছিলেন মসিউর রহমান রুলিন, ম্যাচ পরিচালনার দ্বায়িত্ব ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ক্রীড়া শিক্ষক জাহিদ হোসেন, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রেজা কিবরিয়া ও সাবেক খেলোয়ার মোঃ সজল।
ফাইনাল খেলায় লক্ষ্মীপুর ইউনিয়নকে ০-২ গোলে পরাজিত করে কালকিনি পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
Share this content:
Post Comment