কালকিনিতে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল


মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ মার্চ) বিকেলে উপজেলার ভূরঘাটা বাজারে ইসলামী সমাজ কল্যান পরিষদ ও পাঠাগারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ডাসার উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ডাসার উপজেলার আমির মাওলানা আব্দুস সালাম, কালকিনি উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ হাসান জামান খান, ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আব্দুল্লাহ ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিন্টু মাতুব্বর প্রমুখ।
Share this content:
Post Comment