Loading Now

ধামইরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

print-news ধামইরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নওগাঁর ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।

 

রোববার সন্ধ্যার দিকে জমিসংক্রান্ত বিবাদে উপজেলার রসুলবিল রাঙামাটি গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রসুলবিল রাঙ্গামাটি গ্রামে বাবলু হোসেনের ছেলে মামুনুর রশীদ (৪২) ও তার ছোট ভাই মাইনুর রহমানের (৩৫) মধ্যে জমিসংক্রান্ত বিবাদে তাদের মারামারি হয়।এতে মাইনুর রহমানের আঘাতে আহত হন মামুনুর রশীদ। আহত রশীদকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলেই আছি।অভিযুক্ত মাইনুর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ