বিএম কলেজের উপাধ্যক্ষের যোগদানে বাঁধা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাঁধা দিয়েছে শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, ফাতেমা হেরেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপরীতে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন।
এছাড়াও তিনি বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসের সুপার থাকাকালীন সময় তার স্বেচ্ছাচারিতা চরম আকার ধারণ করেছিল।
এ কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি সেখান থেকে পদত্যাগ করেন।
পুনরায় তাকে বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীরা মানছে না। তিনি আরও বলেন, আগামী ৯ অক্টোবর পর্যন্ত তার যোগদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এই দুইদিন পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখবে যাতে তিনি যোগদান না করতে পারেন।
এ ব্যাপারে সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ ফাতেমা হেরেন বলেন, আমি শিক্ষক। শিক্ষার্থীদের সাথে আমার কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওইদিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে। এরমধ্যেই আমি যোগদান করবো।
বিএম কলেজের অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।
Share this content:
Post Comment