Loading Now

দেশ গড়তে বিএনপির নেতা সোবাহানের বিকল্প নাই

print-news দেশ গড়তে বিএনপির নেতা সোবাহানের বিকল্প নাই

নিউজ ডেক্স:দেশের উন্নয়ন সহ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের পালাবদল মানেই বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল – ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

৩ এপ্রিল বৃহস্পতিবার আগৈলঝাড়ার বাশাইলে নিজ মাতৃ ভূমিতে ঈদ পূনর্মিলনি অনুষ্ঠানে আমন্ত্রিত তার নির্বচনি এলাকা গৌরনদী – আগৈলঝাড়া থেকে আগত বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতৃবৃন্দ সহ সাধারণ সচেতন মহল ও সুশিল সমাজের লোকজন তার সৌহার্দ্য পু:র্ন আচরণ বাচন ভঙ্গি,দয়াশিলতা, বিচক্ষণতা, দানশীলতাকে দেখে তাকে মহা মানব বলে আক্ষায়িত করে বলেন, আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বিকল্প গৌরনদী – আগৈলঝাড়ায় অন্য কিছু চিন্তা করা যাবেনা, তারা বেশি কিছু ভাবতে চাননা, তারা উন্নয়ন মানেই ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ভাবছেন।

তাদের একটাই দাবি বিএনপির হাই কমান্ড সব দিক বিবেচনা করে তাকে (সোবহানকে) বরিশাল -১ আসন থেকে মনোনয়ন দিলে সাধারণ মানুষের কষ্ট দুর্দশা লাঘব ও রাস্তা ঘাটের উন্নয়ন সহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবে বলে এমনি বিশ্বাস করেন ঈদ পূনর্মলনি অনুষ্টানে আমন্ত্রিত কয়েক শতাধিক মানুষ সহ স্হানীয় লোকজন।

তাদের দলিয় হাই কমান্ডারের প্রতি দাবি রেখে তাদের নেতা দুরদিনের কান্ডারী সৎ সাহসী নির্ভিক আবদুস সোবহানকে বরিশাল, -১ গৌরনদী – আগৈলঝাড়া আসনে মনোনয়ন দিয়ে গৌরনদী – আগৈলঝাড়া মানুষের ভাগ্যের লাঘব ও দলকে সমৃদ্ধশালী করে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নে তাদের নেতা আবদুস সোবহানের বিকল্প নাই বলে দৃঢ় বিশ্বাস করেন তারা।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ