Loading Now

গৌরনদীতে কবি সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্যি আড্ডা

print-news গৌরনদীতে কবি সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্যি আড্ডা

গৌরনদীতে কবি সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম
নিয়ে আলোচনা ও সাহিত্যি আড্ডা

নিউজ ডেক্স :গৌরনদী চন্দ্রদীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের উদ্যোগে গৌরনদী বিএমএসএফ কার্যালয়ে কবি ও কথা সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও সাহিত্যি আড্ডা শনিবার অনুষ্ঠিত হয়। চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও নির্ভীক কলম, সৈনিক জহুরুল ইসলাম জহিরের সভাপতি অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ কবি সাহিত্যিক তপংকর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কবি সাহিত্যিক মহাদেব বসু, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোতোষ দাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা ও কবি ভীস্মদেব। কবি ও কথা সাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের জেষ্ঠ্য প্রভাষক মাসুদ করিম, শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দীনেশ জয়ধর, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি শিকদার রেজাউল করিম। লেখক ড. হারিস মিজান তার লেখা বইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার স্ত্রী মুক্তা মিজান অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা শেষে আড্ডায় কবিতা আবৃতি, পাঠ ও গল্পসহ সিাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি ফাতেমা জান্নাত চাদনী, ঝর্না দাস লাবনী, চায়না দেবনাথ, কবি কবি শেখ খলিলুর রহমান, আব্দুর রহিম, কবি রুবেল, কবি শাহ আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চন্দ্রদীপ সাহিত্য সমাজের সহসভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ