মাদারীপুরে আঞ্চলিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের ফরিদপুর অঞ্চলের কৃষি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০ টায় মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মো.সাইফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচাল মো. খায়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কোর্ডিনেটর আবুল কালাম আজাদ।
কর্মশালায় অতিথিরা বক্তব্যে বলেন, পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশের ১০ লাখ হেক্টর জমিতে ফল ও সবজি, জলবায়ুসহিষ্ণু ধানের জাত, দানাশস্য ফসল, ডালফসল, তেলফসল ও উদ্যান ফসল আবাদের এলাকা বাড়বে। একইসাথে উন্নত আধুনিক সেচ এলাকাও বৃদ্ধি হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের ৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রাম বাস্তবায়ন হবে। ৫ বছর মেয়াদী এই কার্যক্রম ২০২৮ সালের ৩০ জুন শেষ হবে।মাদারীপুরে আঞ্চলিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত
Share this content:
Post Comment