Loading Now

কালকিনিতে ডিকেআইবি’র নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

print-news কালকিনিতে ডিকেআইবি'র নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

inbound8653916222048223910-300x178 কালকিনিতে ডিকেআইবি'র নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
মোা. লিয়াকত শেখ, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কালকিনি পৌরসভার প্রশাসক উত্তম কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ মোঃ নেছারউদ্দিন, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ বখতিয়ার সিকদার।

নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানোর পর মাদারীপুর জেলা ডিকেআইবি’র সভাপতি আব্দুল বারী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য গত ২৭ শে অক্টোবর কালকিনি ও ডাসার উপজেলার ডিকে আইবির কমিটি ঘোষণা করা হয়।
inbound3287950880307332592-300x169 কালকিনিতে ডিকেআইবি'র নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
কালকিনি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জোবায়েত হোসেনকে সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কালকিনি উপজেলা ডিকেআইবি’র কমিটি ঘোষণা করা হয় এবং একই সাথে ডাসার উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী সুলতানুল সুজাকে সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা
রমেন মধুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ডাসার উপজেলা ডিকেআইবি’র কমিটি ঘোষণা করা হয়।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ