কালকিনিতে চাষী’র বাজার উদ্বোধন

মো. লিয়াকত শেখ, নিজস্ব প্রতিবেদক
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ও টোল ছাড়াই কৃষকরা তাদের উৎপাদিত বিষমুক্ত ফসল ভোক্তাদের কাছে সরাসরি বিক্রি উদ্দেশ্যে মাদারীপুরের কালকিনিতে চাষীর বাজারের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৯নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালকিনি পৌরসভার সহযোগিতায় এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌর প্রশাসক উত্তম কুমার দাশ।
বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, চলোমান দ্রব্যমূলক উর্ধ্বগতি নিয়ন্ত্রণে কৃষকদের উৎপাদিত পণ্য কোন প্রকার মধ্যস্বত্বভোগী ও সম্পূর্ন টোল ছাড়াই ভোক্তাদের কাছে পৌঁছে দিতে আমরা এই চাষীর বাজারের আয়োজন করেছি, প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বাজার বসবে, যা চলোমান থাকবে।
সবজি বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, আমি এখানে লাল শাক, লাউ ও বরবটি নিয়ে এসেছি, কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। আমাকে কোন প্রকার খাজনা দিতে হয়নি, তাই একটু কম দামে বিক্রি করতে পেরে খুশি হয়েছি।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এখানে কৃষকের বাজারে সবজির দাম তুলনামূলকভাবে একটু কম। দুটো মাঝারি সাইজের লাউ একশত টাকা দিয়ে কিনলাম। যা বাজারে ১৩০ থেকে ১৫০ টকা দাম রয়েছে, একটু সাশ্রয় দামে সবজি কিনতে পেরে ভালো লাগছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Share this content:
Post Comment