Loading Now

মনোহরদীতে ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত

print-news মনোহরদীতে ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীত ইটবোঝাই ট্রলি উল্টে রবেল মিয়া (৩৩)নামে ট্রলি চালক নিহত হয়েছে। এ সময় হৃদয় নামে অপর ট্রলির শ্রমিক আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে।

নিহত রবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে অপরদিকে আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলি চালক রবেল ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে গেলে চালক রবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে। ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই রবেলের মৃত্যু হয়।

ট্রলি উল্টে গেলে ট্রলি থেকে লাফিয়ে নামার সময় হৃদয় মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রবেলের মরদেহ উদ্ধার করেন।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ