গৌরনদীতে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

আরিফিন রিয়াদ
বরিশালের গৌরনদী উপজেলার ডাঃ কাজী মোখলেছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ জন কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে স্কুলের হলরুমে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি পরিমল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য এইচ এম রফিকুল ইসলাম কাজল, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি শিক্ষক কাজী আসাদুজ্জামান, প্রধান শিক্ষক ছালেহা আক্তার, প্রদীপ চন্দ্র দাস, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টিটু, সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম জাকির হোসেনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান ফকির, বিএনপি নেতা আব্দুস ছালাম মাঝি, দেলোয়ার হাওলাদার, সমাজ সেবক নাসির উদ্দিন, ছাত্রদল নেতা আরমান সহ অন্যন্যরা। শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
Share this content:
Post Comment