কালকিনিতে কেন্দ্রীয় বিএনপির নেতা খোকন তালুকদারের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

মোঃ লিয়াকত শেখ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি উপজেলার মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির সমন্বয়ক মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম।
এ সময আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (আঃ) এবিএম নুরুল আলম, জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ গোলাম সরোয়ার, জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধাি আনিসুর রহমান, জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আলি হোসেন, জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন তোতা, যুদ্ধ কালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার , কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধাে আবু হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, কালকিনি পৌরসভার সাবেক কমিশনার ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মোল্লা সহ অন্যান্য
Share this content:
Post Comment