কালকিনিতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা কর্মসূচী পালন করে “কালব”

মো. লিয়াকত শেখ, নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুমুক্ত সমাজ গড়ুন, সবাই মিলে সুস্থ্য থাকুন “এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর আয়োজনে এই পরিস্কার পরিছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে উক্ত উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান, কালকিনি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও কালীগঞ্জ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, পরিচালনা পর্ষদের সদস্য এনায়েত নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান (হায়দার বেপারী), ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম, সহকারী শিক্ষিকা রুনা পারভীন, সংগঠনটির ম্যানেজার সুজন চন্দ্র দাশসহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।
Share this content:
Post Comment