ডাসারে ডি.এম কারাতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মো. লিয়াকত শেখ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের ডাসার উপজেলায় আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডি. এম কারাতে এসোসিয়েশনের আয়োজনে একদিনের কর্মশালা আয়োজন করা হয়েছে।
শনিবার(৯ নভেম্বর) সকালে উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের মাঠে একদিনের সিতোরিউ করাতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ডাসার ডি.এম কারাতের প্রধান প্রশিক্ষক সৈয়দ নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনসি মো.লোকমান হোসেন,৩য় আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও প্রশিক্ষক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রশিক্ষক নাহিদা আক্তার, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কবি দুলাল সরকার, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিথ কুমার তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সৈয়দ আলমগীর হোসেন মিন্টু প্রমুখ।

প্রশিক্ষক সৈয়দ নূর মোহাম্মদ জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা, সুস্থ দেহ গঠন ও আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন বছর যাবৎ ডাসারে প্রশিক্ষণ দিয়ে আসছি।ডি.এম কারাতে এসোসিয়েশনে যে কেউ ভর্তি হয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।আমাদের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন,দীর্ঘদিন ধরে শশিকরে প্রশিক্ষণ দিয়ে আসছে ডি.এম কারাতে এসোসিয়েশন। আজকে ঢাকা থেকে দুইজন প্রশিক্ষক এসেছেন।তাদের প্রশিক্ষণের নৈপুণ্যতা ও দক্ষতা মুগ্ধ করছে।আমাদের সুস্থ থাকার জন্য প্রত্যেকের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা উচিত।
Share this content:
Post Comment