Loading Now

কালকিনিতে জয় বাংলা স্রোগান দিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ, আহত-২

print-news কালকিনিতে জয় বাংলা স্রোগান দিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ, আহত-২

inbound7103382169961927162-300x135 কালকিনিতে জয় বাংলা স্রোগান দিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ, আহত-২

শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে জয় বাংলা স্রোগান দিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর বোমা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিএনপির দলীয় লোকজন ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা
জিয়া মঞ্চের একটি প্রস্তুতি মূলক সভায় যোগ দিতে খালেকেরহাট নামকস্থানে পৌছলে তাদের ওপরে অতর্কিত হাত বোমা হামলা চালানো হয়। এতে করে সুজন সরদার-(৩২) ও শামীম বেপারী (৩৫) গুরুতর আহত হয়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজনে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
inbound347432691371397065-300x170 কালকিনিতে জয় বাংলা স্রোগান দিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর বোমা হামলার অভিযোগ, আহত-২
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. সিরাজুল হক সিরু বেপারী বলেন, আমি সহ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএম জসিম উদ্দিন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জিয়া মঞ্চের একটি প্রস্তুতি মূলক সভায় যাওয়ার সময় এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম, সোহেল, সুমন ও কামালসহ ৫০/৬০জন মিলে জয় বাংলা স্লোগান দিয়ে
আমাদের দলীয় লোকজনের ওপর অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে আমাদের ২জন নেতা-কর্মী গুরুতর আহত হয়। এবং এসময় আমাদের সাথে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়। আমরা তাদের নামে মামলা করবো।

অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, আমি ঢাকায় আমি। এ হামলার বিষয়ে আমি কিছু জানিনা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে আমিসহ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ