Loading Now

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন প্রধান শিক্ষিকা হোসনেয়ারা

print-news মাদারীপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন প্রধান শিক্ষিকা হোসনেয়ারা

 

inbound9172631130404556964-300x228 মাদারীপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন প্রধান শিক্ষিকা হোসনেয়ারা
শুধু ব্যক্তি বা পরিবার নয়, যিনি জয় করে নিয়েছেন সমাজ, তিনিই জয়িতা। একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা। এ বছর বেগম রোকেয়া দিবসে মাদারীপুর জেলায় জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন কালকিনি উপজেলার প্রধান শিক্ষিকা হোসনেয়ারা

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য সামনে রেখে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় মাদারীপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হলেন কালকিনি উপজেলার ১নং কালকিনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেনের সহধর্মিণী। এর আগেও বাংলাদেশ স্কাউটস এর মেরেল অব মেরিল অব অ্যাওয়ার্ড ভূষিত হন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জড়িত রয়েছেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ