যথাযথ মর্যাদায় কালকিনিতে ৫৪তম মহান বিজয় দিবস পালন

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনিতে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী মধ্য দিয়ে দিনের সূচনা ঘটে।
এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উপজেলার স্বাধীনতা স্মৃতি অম্লান স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
এরপর কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল, তরুণদল,বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, কালকিনি প্রেসক্লাব, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
পরে উপজেলা পরিষদ চত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংগীতে সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
Share this content:
Post Comment