গৌরনদীতে জব্দকৃত জাটকা মাদ্রাসা এতিমখানায় বিতরণ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা :
অভিযান চালিয়ে বরিশালের গৌরনদীতে ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার নিদের্শক্রমে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান চালিয়ে বরিশালের গৌরনদীতে ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার নিদের্শক্রমে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
রোববার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, বরিশাল থেকে ঢাকাগামী দুইটি পরিবহনে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
Share this content:
Post Comment