Loading Now

কালকিনিতে বিভিন্ন ইট ভাটায় অভিযান, সারে তিন লক্ষ টাকা জরিমানা

print-news কালকিনিতে বিভিন্ন ইট ভাটায় অভিযান, সারে তিন লক্ষ টাকা জরিমানা

inbound2774192588816212075-300x213 কালকিনিতে বিভিন্ন ইট ভাটায় অভিযান, সারে তিন লক্ষ টাকা জরিমানা

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অর্থদণ্ড দেন। তবে আজ মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানান, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের তিনটি ইট ভাটায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে মেসার্স রূপসী বাংলা ব্রীকসে ১লক্ষ ৫০ হাজার টাকা, মেসার্স রূপসী বাংলা-১ কে ১ লক্ষ টাকা ও মেসার্স আড়িয়াল খাঁ ব্রীকসে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আপাতত তিনটি ইট ভাটায় এই অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সমস্ত ইট ভাটায় এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় কালকিনি থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this content:

Post Comment

অন্যান্য সংবাদ